লড়ে যাচ্ছেন সৌমিত্র

0

কলকাতার কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বাসনালিতে সফলভাবে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) করা হয়েছে।

তবে নতুন করে তার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। গতকাল বুধবার তার শ্বাসনালিতে অস্ত্রোপচার করা হয়।

কলকাতার বেলভিউ হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ হিসেবে সৌমিত্রের প্লাজমা থেরাপির চিন্তাভাবনা চলছে। যদি সব ঠিকঠাক থাকে আজ বৃহস্পতিবারই এই থেরাপি করা হতে পারে।

তিনি আরো বলেন, তবে তিনি খুবই দুর্বল। তার চিকিত্সায় কো-মর্বিডিটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আর সে কারণেই খুব সতর্কভাবে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে।

গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র। তবে বিপদ না কাটলেও আপাতত স্থিতিশীল রয়েছেন সৌমিত্র।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM