আমিরাতে বিপুল অংকের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

0

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে দুই হাজার ৩৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্রের বিদায়ী ট্রাম্প প্রশাসন।

এর মধ্যে কয়েক ডজন এফ-৩৫ জঙ্গিবিমান ও কম্ব্যাট ড্রোন রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার (১০ নভেম্বর) অস্ত্র বিক্রির ঘোষণা দেন। মার্কিন কংগ্রেস সবসময় মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক আধিপত্য বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। সেক্ষেত্রে আমিরাতের কাছে ট্রাম্প প্রশাসনের এই অস্ত্র বিক্রির পরিকল্পনা কংগ্রেস অনুমোদন দেবে কি না তা খতিয়ে দেখার বিষয় রয়েছে।

সম্প্রতি ইসরাইল ও আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করতে দ্বিপাক্ষিক চুক্তি করেছে। এরপরেই আমিরাতের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে এফ-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়ে আসছিল।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM