চিংড়ির ভেতরে জেলি, মিরসরাইয়ে জরিমানা

0

মিরসরাইয়ের জোরারগঞ্জের বারৈয়ারহাট কাঁচাবাজারের কর্ণফুলী ফিশিং সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলিযুক্ত চিংড়ি বিক্রির অভিযোগে তাদের জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তদারকিমূলক কার্যক্রম চলাকালে এ জরিমানা করা হয়।

এ সময় ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৬ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। ধ্বংস করা হয় জেলিযুক্ত চিংড়ি, অননুমোদিত রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। তাদের সহায়তা করেন জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল।

অভিযানে ভাইভাই স্টোরকে অননুমোদিত রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫ হাজার টাকা, তানিয়া স্টোরকে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা, বেশি দামে আলু বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় নিজামুদ্দিন ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জয়নিউজ/এসআই
আরও পড়ুন
লোড হচ্ছে...
×