লক্ষ্মীপুরে স্বাস্থ্য সচতেনতায় প্রশাসনের অভিযান

0

লক্ষ্মীপুরে করোনাভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাবের সম্ভাবনায় পূর্ব সচেনতায় মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে শহরের উত্তর ষ্টেশন বঙ্গবন্ধু চত্তর, ঝুমুর ইলিশ স্কয়ারসহ বিভিন্ন স্থানে সচতেনতায় অভিযান চালানো হয়।

এ সময় হোটেল মালিক, বাস চালক, বিভিন্ন দোকানীদের মাস্ক পরা নিশ্চিত করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বনি আমিন ও মনিজা খাতুন। একইসঙ্গে সকল ক্রেতা কিংবা বিক্রেতা, গাড়ি চালক-হেলপার এবং যাত্রীদের মাস্ক ব্যবাহর নিশ্চিত করার নির্দেশনা দেন।

তবে পরবর্তী সময়ে মাস্ক ব্যবহার ছাড়া চলাচলে সর্বসাধরণে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জয়নিউজ/মনির/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM