আকবরশাহে আগুনে শিশুসহ দগ্ধ ৯

0

নগরের আকবরশাহে এক অগ্নিকাণ্ডে দুই বছরের এক শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে উত্তর কাট্টলির মরিয়ম ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে।

এব্যাপারে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, ৯ জন দগ্ধের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বার্ন ইউনিটে এবং বাকিদের ক্যাজুয়ালি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে এক দুই বছরের শিশু রয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM