চমেকে রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণা, আটক ২

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে শফিউল (৩৮) ও ইউনুস (৫৮) নামে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। তারা স্বর্ণ বিক্রির কথা বলে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ আছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়।

- Advertisement -google news follower

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, আসল স্বর্ণ বলে রোগীর স্বজনদের নকল স্বর্ণ গছিয়ে প্রতারণার সময় দুই জনকে হাতেনাতে আটক করা হয়।

তিনি বলেন, বেশ কিছু দিন ধরে প্রতারণার অভিযোগ পেয়ে আসছিলাম। তাই পুলিশ ফাঁড়ির সদস্যদের দিয়ে ফাঁদ পেতে তাদের আটক করি। পরে জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করে। তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM