হোয়াইট হাউস যাচ্ছে কার দখলে?

হোয়াইট হাউস যাবে কার দখলে? জানার অপেক্ষায় গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জটিল সমীকরণ এখন দুলছে ৬টি রাজ্যের ওপর। আগাম ভোট গণনায় লেগে যেতে পারে কয়েক দিন।

- Advertisement -

ইতোমধ্যে হোয়াইট হাউজে ব্রিফিংয়ে ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, শিগগির আমি জয়ী হবো।

- Advertisement -google news follower

এদিকে ডেমোক্র্যাটদের ঘাঁটি ডেলাওয়ারে এক সংক্ষিপ্ত সভায় জো বাইডেন বলেন, জয়ের পথে তার দল।

হাতি-গাধার যুদ্ধটা ভালোই জমে উঠেছে। টানটান উত্তেজনায় চলছে ভোট গণনা। হোয়াইট হাউসের দৌড়ে টিকে যাবেন কে? তা জানতে লেগে যেতে পারে কয়েক দিন। কারণ এবার ডাকযোগে ভোট এবং আগাম ভোট বেশি পড়ায় সম্পূর্ণ ফল পাওয়ার প্রক্রিয়া দীর্ঘ হয়েছে।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয় মার্কিন নির্বাচনের ভোটগ্রহণ। স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে আসেন ভোটাররা।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM