বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হারুন মিয়ার দাফন সম্পন্ন

0

বোায়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়ার (৭১) দাফন সম্পন্ন হয়েছে। বাদ যোহর কধুরখীলে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি বুধবার (৪ নভেম্বর) ভোরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান। বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া বোয়ালখালী উপজেলার মধ্যম কধুরখীল গ্রামে ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি কধুরখীল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, নির্বাহী অফিসার আছিয়া খাতুন, বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু, থানা প্রশাসন, বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় সংগঠনসমূহ শোক জানিয়েছেন।

জয়নিউজ/মাসুদ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM