সেমিফাইনালে বাংলার যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে হংকং যুবাদের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলার যুবারা। ৫ উইকেটের জয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়েই রেখেছিলো বাংলাদেশ। পরে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের ২৩ রানে পরাজয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।

- Advertisement -

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার (২ অক্টোবর) ‘বি’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে টস জিতে হংকংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ।

- Advertisement -google news follower

এদিন বাংলার যুবাদের পেস-স্পিন আক্রমণের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি হংকং যুব দল। ৪৬.৫ ওভারেই মাত্র ৯১ রানে গুটিয়ে যায় হংকংয়ের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করে করেন কালহান চাল্লু ও অদিত গোরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিসাদ। ২ উইকেট করে নেন মৃত্যুঞ্জয়, রকিবুল।

৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পর পর দুই বলে অধিনায়ক তৌহিদ হৃদয় ও শামীমের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে ৩০ রানের মধ্যে আরো ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। আকবর ও মাহমুদুলের দায়িত্বশীল ৫৮ রানের জুটিতে জয়ের পথে এগোতে থাকে বাংলাদেশ। দলীয় ৮৮ রানে আকবরের (২৫) বিদায়ে মাঠে আসেন শরীফুল। পরের বলেই বাউন্ডারি মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ৩২ রানে অপরাজিত থাকেন মাহমুদুল হাসান জয়। ম্যাচ সেরা হন বাংলাদেশের লেগ স্পিনার রিসাদ হোসেন।

- Advertisement -islamibank
সেমিফাইনালে বাংলার যুবারা
                  ম্যাচ সেরার পুরস্কার নিচ্ছেন রিসাদ। ছবি: বাচ্চু বড়ুয়া

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিসাদ বলেন, ৬ ওভারে ম্যাচ জিততে পারলে আমাদের আর পাকিস্তান-শ্রীলংকার ম্যাচের উপর তাকিয়ে থাকতে হতো না। তাই দ্রুত রান তুলতে গিয়ে কিছু উইকেট পড়ে যায়।

অন্যদিকে, চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে ২৩ রানের হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

যুব এশিয়া কাপে ‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলংকা এবং সমান সংখ্যক ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

 

জয়নিউজ/আরসি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM