লক্ষ্মীপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

0

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে মঙ্গলবার (২ অক্টেবর) লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল, লক্ষ্মীপুর বিসিকের উপ-ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (এনডিসি) খবিরুল আহসান প্রমুখ।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিসিকের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/আরসি

আরও পড়ুন
লোড হচ্ছে...
×