চন্দনাইশে মোটরসাইকেল আরোহী নিহত

0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে কাভার্ডভ্যান চাপায় এটিএম জাবেদুল ইসলাম (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভাধীন পোয়া ফকির মাজার সংলগ্ন জাসিম কনভেনশন সেন্টারের সামনে চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে একইমুখী অপর একটি মোটরসাইকেল।

এ সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী পিকআপ মোটরসাইকেলের সামনে এসে পড়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছির আরাফাত জানান, সড়ক দুর্ঘটনায় নিহত জাবেদুল ইসলামের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসলে আলোচনা সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM