আনোয়ারায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

0

আনোয়ারায় দুইটি পৃথম সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে সিএবি সড়কের কালাবিবির মোড়ে সিএনজি অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে অটোরিকশা চালক মো. হানিফ (৬৬) নিহত হন।

এ ঘটনায় অটোরিকশায় থাকা যাত্রীও গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। অটোরিকশাটি বাঁশখালী থেকে আনোয়ারা যাচ্ছিল।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পরৈকোড়া গ্রামে জিপের ধাক্কায় সুনিল বড়ুয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সুনিল বড়ুয়া ওই গ্রামের সুজিত বড়ুয়ার ছেলে।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, সকালে জিপের ধাক্কায় আহত  সুনিলকে গুরুত্বর আহত অবস্থায় নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM