লক্ষ্মীপুরে ৪ জেলেকে দুই বছরের কারাদণ্ড

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ মাছ ধরার অপরাধে লক্ষ্মীপুরে ৪ জেলেকে ২ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা চৌধুরী এ আদেশ দেন।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

এসময় আদালত উপজেলার চর আবাবিল ইউনিয়নের ইসমাইল দালালের ছেলে মো. হারুন (৪০), শরিয়তপুরের গরির চরের মোস্তফা রাঢ়ির ছেলে হাছান মিয়া (২৫), হাইমচরের রফিক মোল্লার ছেলে রাকিব মোল্লা (২২), হাইমচরের বায়ের চরের হাশেম সরকারের ছেলে নুরুল হক সরকার (৫০) ২ বছর করে সাজা প্রদান করেন। পরে তাদের কারাঘারে প্রেরণ করা হয়।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, ১৪ অক্টোবর  থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও বহন নিষিদ্ধ করেছে সরকার।

জয়নিউজ/মনির/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM