ঢাকের শব্দ থেমে যাবে আজ

ঢাকের শব্দ থেমে যাবে আজ (২৬ অক্টোবর)। মণ্ডপে মণ্ডপে বাজবে না কাঁসর। আজ যে মা বিদায় নেবে, আজ যে বিজয়া দশমী!

- Advertisement -

ইতোমধ্যেই শুরু হয়ে গেছে মায়ের বিদায়ের যাবতীয় আয়োজন। সকালে দশমীবিহিত পূজা সম্পন্নের পর বিসর্জন দেওয়া হবে দর্পণ। সবশেষে প্রতিমা বির্সজনে শেষ হবে সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

- Advertisement -google news follower

দর্পণ বির্সজনের পর পূজার আয়োজকরা যার যার সুবিধামতো সময়ে প্রতিমা বিসর্জন দিবেন। তবে করোনার কারণে এবার বিজয়া শোভাযাত্রা হবে না। স্ব স্ব মণ্ডপ ও মন্দিরের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেলগুলো। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা ও নিবন্ধ।

- Advertisement -islamibank

করোনা পরিস্থিতিতে এবার দুর্গাপূজাকে ঘিরে আলোকসজ্জা, সাজসজ্জাসহ সব ধরনের উৎসব পরিহার করা হয়েছিল। মণ্ডপে মণ্ডপে হয়নি আরতি প্রতিযোগিতা কিংবা প্রসাদ বিতরণ। আজ বিজয়া দশমীতেও প্রতিবারের মতো থাকবে না আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান কিংবা প্রসাদ বিতরণ।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM