বাঘাইছড়িতে বন্দুকযুদ্ধে ছাত্রনেতা নিহত

বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএসের দু’গ্রুপের বন্দুকযুদ্ধের সময় রতন চাকমা রত্ন (২২) নামে এক ছাত্রনেতা নিহত হয়েছে।

- Advertisement -

নিহত রতন জেএসএস সংস্কার সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কাচালং কলেজ শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি একই এলাকার অন্ধালাল চাকমার ছেলে।

- Advertisement -google news follower

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে বাবুপাড়া এলাকায় জেএসএস (সন্তু) এবং জেএসএস সংস্কারের মধ্যে এ বন্দুকযুদ্ধ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  উপজেলার পৌর শহরের বাবুপাড়া, জীবতলী এবং বনবিহার এলাকায় জেএসএসের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাবু পাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলেই ছাত্রনেতা রতন মারা যায়।

- Advertisement -islamibank

বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরে বিস্তারিত জানানো হবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM