করোনা: ১৮ মৃত্যুর দিনে আক্রান্ত ১৩৮০

0

করোনায় গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৪ জন নারী। সবিমিলিয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ৬৯৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৩৮০ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জনে এছাড়া গত দিনে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৪২ জন। সবমিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ সাত হাজার ৭৪১ জনে।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৬১১টি। সবমিলিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৯২ হাজার ৩২৫টি।

মৃত ১৮ জনর মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, ৩ জন চট্টগ্রামে, ১ জন খুলনার এবং ২ জন রংপুর বিভাগের।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM