পাকিস্তানে পৃথক হামলায় নিহত ২০

পাকিস্তানে পৃথক দু’টি হামলায় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য এবং বেসরকারি সংস্থার সাতজন নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছেন।

- Advertisement -

প্রথম ঘটনাটি ঘটে বেলোচিস্তানে গওয়াদর জেলায়। সেখানে ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) সাত সদস্য নিহত হন।

- Advertisement -google news follower

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বন্দর নগরী গওয়াদার থেকে করাচিগামী একটি সরকারি গাড়িবহরে হামলার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

করাচি থেকে দু’শ ৫০ কিলোমিটার দূরের ওরমারা শহরের একটি মহাসড়কে হামলার শিকার হয় গাড়িগুলো।

- Advertisement -islamibank

এদিকে বেলোচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙ্গোভ দাবি করেছেন, হামলার ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন।

তিনি বলেন, সাত-আটজন হামলাকারী রকেট লঞ্চারসহ অন্য ভারি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তবে তারা সবাই পালিয়ে গেছে।

হামলার দায় অবশ্য এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM