ক্রিশ্চিয়ানো রোনালদো করোনাভাইরাসে আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার (১৩ অক্টোবর) অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

- Advertisement -

ফলে উয়েফা নেশন্স লিগ টুর্নামেন্টের বুধবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিতব্য সুইডেনের বিপক্ষে ম্যাচটি খেলতে পারছেন না তিনি। তবে ৩৫ বছর বয়সী জুভেন্টাস ফরোয়ার্ডের ‘কোনো লক্ষণ নেই এবং তিনি আইসোলেশনে আছেন’ বলে পর্তুগালের ফুটবল ফেডারেশন জানিয়েছে।

- Advertisement -google news follower

ফেডারেশন আরও জানায়, রোনালদোর শরীরে সংক্রমণ ধরা পড়ার পর দলের বাকি খেলোয়াড়দেরও টেস্ট করা হয়েছে। তবে আর কেউ আক্রান্ত হননি বলে টেস্ট রিপোর্ট থেকে জানা গেছে।

তবে শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ায় আগামী শনিবার সিরি আ টুর্নামেন্টে ক্রোটোনের বিপক্ষে এবং দুই দিন পর ডায়নামো কিয়েভের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM