আলীকদমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বান্দরবানের আলীকদমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আলীকদম ফায়ার সার্ভিস ইউনিট অগ্নি নির্বাপণের মহড়া প্রদর্শন করে।

- Advertisement -

পরে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবালের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর মো. আলমগীরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।

- Advertisement -google news follower

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম এবং এর বাইরের এলাকায় দুর্যোগের ধরণ এক নয়। পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগগুলো সৃষ্টি হওয়ার পেছনে মানুষই বেশি দায়ী। পরিবেশের সঙ্গে বৈরী আচরণের কারণে পাহাড়ি এলাকায় দুর্যোগগুলো ভয়াবহ আকার ধারণ করে। তার মধ্যে অন্যতম হলো পাহাড় কাটা ও পাথর উত্তোলন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী, আলীকদম থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধুংড়ি মার্মা, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।

জয়নিউজ/হাসান/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM