পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন না ওসি প্রদীপ

পরিবারের সঙ্গে মুঠোফোনে কথা বলতে পারবেন না দুদকের মামলায় কারাবন্দি কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি (সাময়িক বরখাস্ত) প্রদীপ কুমার দাশ।

- Advertisement -

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ওসি প্রদীপের এ আবেদন খারিজ করে দেন মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত। পরিবারের সঙ্গে প্রদীপের মুঠোফোনে কথা বলার আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

- Advertisement -google news follower

দুদকের মামলায় নিয়মিত ধার্য তারিখ ছিল মঙ্গলবার। প্রদীপ কুমার দাশকে কারাগার থেকে আনার আগেই আদালত প্রাঙ্গণে নিরাপত্ত ব্যবস্থা জোরদার করা হয়। আসামিপক্ষে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত মুঠোফোনে পরিবারের সঙ্গে ওসি প্রদীপের কথা বলার প্রার্থনা করেন। এর বিরোধিতা করেন দুদক আইনজীবী। শুনানী শেষে আদালত আবেদন খারিজ করে দেন।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM