চকবাজারে কিশোরগ্যাং লিডার অন্তু বড়ুয়া গ্রেপ্তার

0

নগরের চকবাজার এলাকার কিশোরগ্যাং লিডার অন্তু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চকবাজারের কাপাসগোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্তু বড়ুয়া চকবাজার এলাকার দীপক বডুয়ার ছেলে। অন্তু বড়ুয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম বলেন, কাপাসগোলা এলাকা থেকে কিশোরগ্যাং লিডার অন্তু বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।

এদিকে অন্তু বড়ুয়ার বিরুদ্ধে চকবাজার কেন্দ্রিক গড়ে উঠা কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। পুলিশের করা তালিকাও নাম রয়েছে তার।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM