৩ দাবিতে কর্মসূচি দিয়েছে চবি অফিসার সমিতি

0

তিন দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতি। এ তিন দাবি হলো- প্রশাসক পদ বাতিল, অফিসারদের পদে থাকা শিক্ষকদের প্রত্যাহার এবং অফিসারদের ‘ডিউ ডেইট’ সমস্যা নিরসন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চবি অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ ও সাধারণ সম্পাদক মো. হামিদ হাসান নোমানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দফা দাবিতে আগামী ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুই ঘণ্টা করে কলমবিরতি, ১৫ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি এবং ১৮ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে চবি অফিসার সমিতি।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM