কালো পতাকা মিছিলে পুলিশের লাঠিচার্জ

0

শাহবাগে ধর্ষণবিরোধী গণজমায়েত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশি বাধার মুখে পড়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২টা থেকে ‘ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ধর্ষণবিরোধী গণজমায়েত শুরু হয়। দুপুর ১টা ১০ মিনিটের দিকে শাহবাগ মোড় থেকে বের করা হয় কালো পতাকা মিছিল। মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্র ইউনিয়নের সদস্যদের ধস্তাধস্তি হয়।

ছাত্রইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের লাঠিচার্জে মোহাম্মদপুর থানা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক আসমানি আশাসহ পাঁচজন আহত হয়েছেন৷ তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে৷

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM