ইয়েমেনে করোনায় ৬৩ চিকিৎসকের মৃত্যু

একদিকে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন। অন্যদিকে নতুন করে আতঙ্ক হিসেবে ধরা দিয়েছে করোনাভাইরাস।

- Advertisement -

সংঘাতের কারণে দেশটির চিকিৎসাসেবা আগে থেকেই নড়বড়ে হয়ে গেছে। তার মধ্যে করোনা আতঙ্কে চিকিৎসা ব্যবস্থা যেন ভেঙে পড়ছে।

- Advertisement -google news follower

মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৬৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত বুধবারও দেশটিতে নতুন করে আরও একজন চিকিৎসক মারা গেছেন।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ডি. আবু জালাতের মৃত্যু ইয়েমেনের চিকিৎসা ব্যবস্থা এবং মিসরের চিকিৎসকদের জন্য একটি বড় ধরনের ক্ষতি। সাধারণ মানুষ এবং রোগীদের চিকিৎসায় তিনি তার সারাজীবন ব্যয় করেছেন।

- Advertisement -islamibank

ইয়েমেন শাবাবের এক প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ-বিধ্বস্ত এই দেশটিতে করোনা হানা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত শতাধিক স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন।

যতই দিন বাড়ছে ইয়েমেনে করোনা সংক্রমণ এবং মৃত্য বেড়েই চলেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, ইয়েমেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৪১ জন। এর মধ্যে মারা গেছে ৫৮৯ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৩২০ জন। অপরদিকে, করোনার অ্যাক্টিভ কেস ১৩২টি।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM