চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত ৫৭ জন

চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৫৮৪ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৫৭ জন। এরমধ্যে ৪২ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।

- Advertisement -

শনিবার (৩ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

- Advertisement -google news follower

তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৯ হাজার ৬ জনের মধ্যে ১৩ হাজার ৬৬২ জন নগরের ও ৫ হাজার ৩৪৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৯৪ জন। এর মধ্যে ২০১ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।

- Advertisement -islamibank

সিভিল সার্জন আরো জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৯২ জনের নমুনা পরীক্ষায় সাত জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে নয়জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৪ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৪৯ জনের নমুনা পরীক্ষা করে কারও মধ্যে করোনা পাওয়া যায়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে নয়জন, শেভরণে ৪০ জনের নমুনার মধ্যে আটজন এবং মা ও শিশু হাসপাতালে ১৪ জনের নমুনা পরীক্ষা করে চারজনের করোনা মিলেছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM