বোধনের ‘সকাল বেলার পাখি’

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের পেইজ থেকে লাইভ আয়োজনে ‘সকাল বেলার পাখি-৪র্থ পর্ব আজ (১ অক্টোবর) রাত ৮টায় অনুষ্ঠিত হয়।
বোধনের শিশুশিল্পীদের এ আবৃত্তি অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী হোসনে আরা তারিন। এতে অভ্যর্থনা দাশ আবৃত্তি করেন ঘড়ি-আবু হাসান শাহরিয়ার, এমন যদি হতো-সুকুমার বড়ুয়া, ছাব্বিশে মার্চ-আহমদ শাকী, স্বাধীনতা-আনজীর লিটন, ইচ্ছে-রবীন্দ্রনাথ ঠাকুর।
মাশতুরা মেহরীন স্নেহা আবৃত্তি করেন শিশু পণ্ডিত-নির্মলেন্দু গুণ, বাংলাদেশ-অজয় দাশগুপ্ত, দুই-এম.এ. ফারুক নওয়াজ, ঘাস-পরশুরাম, জীবনের হিসাব-সুকুমার রায়।
মিসবাহ উদ্দিন ইনান পরিবেশন করেন আমার দেশের গল্প-আবেদিন জনী, হারিয়ে পাওয়া-সুকুমার রায়, মিথ্যে কথা-শঙ্খ ঘোষ, স্বাধীন বাংলাদেশ-অনিন্দ্য টিটো, বাংলা বলার সুখ-আদিত্য অনিক।
তাজওয়ার হাসনাত এলমান পরিবেশন করেন বিজ্ঞ-রবীন্দ্রনাথ ঠাকুর, সেরা বন্ধু বঙ্গবন্ধু-লুৎফর রহমান রিটন, স্বাধীনতা বাঙালির-শেখ হাফিজুর রহমান, নিঃস্বার্থ-সুকুমার রায়, ভাঁড়-রবীন্দ্রনাথ ঠাকুর।
আনমোল রং পরিবেশন করেন গোঁফচুরি-সুকুমার রায়, স্বাধীনতার গল্প-চন্দ্রশিলা ছন্দা, রঙের বাহার-লুৎফর রহমান রিটন, ঘুম ঘুম চোখে রোজ ইশকুলে যায়-লুৎফর রহমান রিটন, পিংকির ভুলোমন-লুৎফর রহমান রিটন।
পরে বৃন্দ আবৃত্তিতে পর্দা নামে আয়োজনের।
জয়নিউজ/হিমেল
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM