যুব এশিয়া কাপে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

দুবাইতে এশিয়া কাপ ক্রিকেটে বড় ভাইরা হারিয়েছে। ভূটানে অনূর্ধ্ব-১৮ ফুটবলে মেয়েরা ১৭-০ গোলে হারিয়েছে। বাকি ছিল যুব এশিয়া কাপ। অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে ৩ উইকেটে হারিয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয়যাত্রা অব্যাহত রাখলো বাংলাদেশ।

- Advertisement -

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার (১ অক্টোবর) ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথ সুগম করল বাংলার যুবারা।

- Advertisement -google news follower

১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর প্রান্তিক নওরাজ আর শামীম হোসাইনের ৯৭ রানের জুটিতে জয়ের কক্ষ পথেই এগোতে থাকে বাংলাদেশ। কিন্তু প্রান্তিক (৫৮) রানে বিদায় নিলে এবং শামীম (৬৫) রানে রিটায়ার্ড হার্ট (আহত অবসর) হয়ে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর চটজলদি আরো ৩ উইকেট হারালেও শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙ্গর ফেলে বাংলার যুবারা। অন্যদের মধ্যে তানজীদ হাসান  ০, সাজীদ হোসইন ২১, তৌহিদ হৃদয় ১০, আকবর আলী ১৭*, মৃতুঞ্জয় চেীধুরী ৪, রাকিবুল হাসান ১, রিসাদে হোসাইন ২, অবিষেক দাশ ৪* রান করেন।

এর আগে সকালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশের অধিনায়ক তৌহিদ হৃদয়। দলীয় ৫০ ওভারের কোটা শেষ করতে না পারা পাকিস্তান ৪৫.২ ওভারে ১৮৭ রানেই গুটিয়ে যায়। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম নেন ২ উইকেট। মৃত্যুঞ্জয়, অভিষেক ও রকিবুল প্রত্যেকে নেন ১ উইকেট করে। রানআউটের শিকার হয়ে ফেরেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান।

- Advertisement -islamibank

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করে ওয়াকার আহমেদ। এছাড়া মহসিন খান ১১, সিয়াম আইয়ুব ৪৯, রোহিল আইয়ুব ২৩, সাদ খান ০, মো আসিফ ২, জুনাইদ খান ২৪, মোঃ মুছা ২, নাসিম শাহ ১, বিলাল জাভেদ ০, মো. হাসনাইন ০ রান করে। অতিরিক্তের খাতা থেকে আসে ৮ রান।

ম্যান অব দ্যা ম্যাচ হন শামিম হোসাইন।

 

জয়নিউজ/শহীদ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM