পাঠকের মনে জায়গা করে নিয়েছে জয়নিউজ: সুজন

0

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, গত তিন বছরে পাঠকের মনে জায়গা করে নিয়েছে জয়নিউজ। জয়নিউজ আরো সামনের দিকে এগিয়ে যাবে। জয়নিউজের জয়যাত্রা অব্যাহত থাকুক এবং আরো সুন্দর হোক।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জয়নিউজের জন্মদিন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন

সুজন বলেন, নিউজপেপার হচ্ছে বাজারের মতো। যে বাজারে ভালো জিনিস পাওয়া যাবে মানুষ সে বাজারে যাবে। পত্রিকাও ঠিক তেমন, যেখানে ভালো নিউজ ছাপানো হয় মানুষ সেটি দেখে এবং সেটিই গ্রহণ করে।

জয়নিউজ ভালো নিউজ প্রচার করলে সবাই জয়নিউজের দিকে ঝুকঁবে। রিপোর্টিং এবং এডিটিং ভালো হলে পাঠক সে নিউজপোর্টালকে গুরুত্ব দিবে।

জয়নিউজ/হিমেল

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM