জাল টাকাসহ ভুয়া সাংবাদিক আটক

নগরের বন্দর থানার কলসি দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ মো. রাসেল শেখ (২৪) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে র‌্যাব।

- Advertisement -

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে কলসি দিঘীরপাড় ধুমপাড়ার মোড় থেকে তাকে আটক করা হয়।

- Advertisement -google news follower

আটক রাসেল পিরোজপুরের কদমতলা ইউনিয়নের বৈরামপুর গ্রামের মৃত নাসির শেখ’র ছেলে। তবে তার বর্তমান ঠিকানা বন্দরের কলসি দিঘীরপাড় এলাকায় বলে জানা গেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আটক রাসেল। এসময় র‌্যাব ধাওয়া করে রাসেলকে আটক করে।

- Advertisement -islamibank

পরে রাসেলের দেহতল্লাশি করে প্যান্টের পকেট থেকে চারটি ১ হাজার টাকার জালনোট এবং দুটি নকল প্রেস আইডি কার্ড উদ্ধার করা হয়।
এসময় আটক রাসেল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে র্যা বকে প্রভাবিত করার চেষ্টা করলেও পরে জিজ্ঞাসাবাদে সে সাংবাদিক নয় বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানায়, সে দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সাংবাদিক পরিচয়ে জাল টাকাকে আসল টাকা বলে চালিয়ে আসছে।

র‌্যাব আরো জানায়, আটক রাসেল ও উদ্ধারকৃত জাল টাকাসহ বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM