করোনায় আরও ২৮ মৃত্যু, শনাক্ত ১৫৪০

0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৮ জন মারা গেছেন। এর মধ্যে ২১ জন পুরুষ এবং ৭ জন নারী। সবমিলিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ৭২ জন।

গত ২৪ ঘণ্টায় ১০৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ করা হয়। আগেরসহ মিলিয়ে পরীক্ষায় করা হয় ১২ হাজার ৯০০টি। এর মধ্যে নতুন করে আরও ১ হাজার ৫৪০ জনের দেহে করোনা শনাক্ত  হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ৭৫ হাজার ৫৩৭টি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৩৯ জন। সবমিলিয়ে সুস্থের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৯২ জন।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM