চলে গেলেন ভিকি ডোনার খ্যাত ভূপেশ পাণ্ডিয়া

0

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে চলে গেলেন ভিকি ডোনার-খ্যাত অভিনেতা ভূপেশ পাণ্ডিয়া। বলিউড অভিনেতার মৃত্যুর পর শোক প্রকাশ করেন মনোজ বাজপেয়ি, গিরিরাজ রাওরা। ন্যাশনাল স্কুল অব ড্রামার তরফেও ভূপেশ পাণ্ডিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

সম্প্রতি জানা যায়, ভূপেশ পাণ্ডিয়া ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। ভূপেশের ক্যান্সার স্টেজ ফোরে রয়েছে বলেও জানা যায়। এর পরই ভূপেশের চিকিৎসায় অর্থ সংগ্রহের কাজ শুরু করেন মনোজ বাজপেয়ি, গিরিরাজ রাও, রাজেশ তাইলাংরা।  যদিও শেষ পর্যন্ত বাঁচানো গেল না ভূপেশকে।

ভিকি ডোনারের পাশাপাশি হাজারো খোয়াইশে অ্যায়সি, দিল্লি ক্রাইম, গান্ধী টু হিটলারসহ একাধিক ওয়েব সিরিজেও অভিনয় করেন ভূপেশ পাণ্ডিয়া।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM