সৌদি প্রবেশে ৩ দেশকে নিষেধাজ্ঞা

0

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ভারতসহ তিন দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে এসব দেশের নাগরিকরা আর সৌদিতে প্রবেশ করতে পারবেন না।

সৌদির সরকারি নথি অনুযায়ী, করোনা সংক্রমণ বাড়তে থাকায় এসব দেশের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত, ব্রাজিল এবং আর্জেন্টিনা এই তিন দেশে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে সৌদি থেকে কেউ এই তিন দেশে ভ্রমণ করতে পারবে না। আবার এই তিন দেশ থেকেও সৌদিতে ভ্রমণ করা যাবে না।

এছাড়া যে কোনো ব্যক্তি সৌদি আরবে যাওয়ার ১৪ দিন আগে এই তিন দেশে ভ্রমণ করে থাকলে তারাও নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে জানানো হয়েছে।

সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM