হাটহাজারী মাদ্রাসায় ২ শিক্ষককে অব্যাহতি, ৪ জনের পুনর্নিয়োগ

হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় দুই শিক্ষককে অব্যাহতি ও চারজনকে পুনর্নিয়োগ দেয়া হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে জামেয়ার মজলিশে ইলমীর বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

- Advertisement -google news follower

এর মাধ্যমে ছাত্রদের অন্যতম একটি দাবি পূরণ হলো। আন্দোলনরত ছাত্রদের দাবি ছিল- ‘একতরফাভাবে নিয়োগকৃত’ কয়েকজন শিক্ষকের অব্যাহতি ও কয়েকজনের পুনর্নিয়োগের।

অব্যাহতি দেয়া দুই শিক্ষক হলেন- মাওলানা উসমান এবং অপরজন হলেন মাওলানা তকি উদ্দিন আজিজ।

- Advertisement -islamibank

আল্লামা আহমদ শফী মুহতামিম থাকাকালীন ওই দুজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে ছাত্রদের আন্দোলনের মুখে আহমদ শফীর ছেলে আনাস মাদানী ও নুরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

পুনর্নিয়োগ পাওয়া চার শিক্ষক হলেন- মাওলানা আনোয়ার শাহ আজহারী মাওলানা সাঈদ আহমদ, মাওলানা হাসান ও মাওলানা মনসুর।

জামেয়ার জ্যেষ্ঠ শিক্ষক এবং পরিচালনা বোর্ড সদস্য মাওলানা ইয়াহিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বে অব্যাহতি দেওয়া চার শিক্ষককে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে পুনর্নিয়োগ এবং দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM