নজরদারি করছে ইনস্টাগ্রাম!

0

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে গত জুলাইয়ে নজরদারির অভিযোগটা উঠেছিল। আবার সেই একই অভিযোগটি উঠল।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রাম অ্যাপের সাহায্যে ব্যবহারকারীর স্মার্টফোনের ক্যামেরার নিয়ন্ত্রণ নিয়ে রীতিমতো ভিডিও নজরদারি বা এক রকম গোয়েন্দাগিরি করা হচ্ছে!

তবে অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান ফেসবুকের নজরদারির ব্যাপারটি অস্বীকার করলেও দায় পুরোপুরি এড়িয়ে যায়নি। এ ধরনের ঘটনার জন্য তারা বাগ বা কারিগরি ত্রুটিকে দায়ী করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা ব্রিটনি কন্ডিটি সান ফ্রান্সিসকোর ফেডারেল কোর্টে অভিযোগ করেন, ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহারের সময় খেয়াল করেন যে তাঁর অজান্তেই হ্যান্ডসেটের ক্যামেরার নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ ডাটা অন্য কেউ সংগ্রহ করছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM