১ মৃত্যুর দিনে আক্রান্তের চেয়ে সুস্থ বেশি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৭৬ জন।

- Advertisement -

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব জানানো হয়।

- Advertisement -google news follower

চট্টগ্রামের ৬টি ল্যাবে ১ হাজার ১২৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৪টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৩০টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৮১টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চবি ল্যাবে ৫ জন, বিআইটিআইডিতে ৯ জন, চমেক ল্যাবে ১৮ জন এবং সিভাসু ল্যাবে ২ জন করোনা রোগী শনাক্ত হয়।

- Advertisement -islamibank

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ৭ জন করোনা রোগী শনাক্ত হয়। সবমিলিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ১২০ জন।

এদিকে আক্রান্ত ৪৬ জনের মধ্যে ৩৭ জন নগরের এবং ৯ জন উপজেলার।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM