লোহাগাড়ায় ধর্ষণ মামলায় ইউপি সদস্য আটক

0

লোহাগাড়ার পদুয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনোয়ার হোসেনের (৪০) বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন স্থানীয় এক বিধবা নারী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে তাঁকে নগরের চান্দগাঁও এলাকা থেকে স্থানীয়রা আটক করে এবং চান্দগাঁও থানায় হস্তান্তর করে।

অভিযুক্ত আনোয়ার হোসেন পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার বিরুদ্ধে ভাতা দেওয়ার নামে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জয়নিউজকে বলেন, গত ১৫ অক্টোবর পদুয়া ইউনিয়নের আলী পাড়ার এক বিধবা মহিলা পদুয়া ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেন।

জয়নিউজ/পুষ্পেন/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM