লাইসেন্স না থাকায় ২ বেকারির বিরুদ্ধে মামলা বিএসটিআইয়ের

0

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, বিস্কুট, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করায় দুই বেকারির বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরের বাকলিয়া শান্তিনগর পেরাক ফ্যাক্টরি মোড়ের লাইট বেকারি এবং পশ্চিম বাকলিয়ার বাংলাদেশ সুইটসের বিরুদ্ধে মামলা করা হয়। বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা মো. আশিকুজ্জামান ও শিমু বিশ্বাস সরেজমিন পরিদর্শন শেষে এ মামলা করেন।

সূত্র জানায়, লাইট বেকারির শোরুম রয়েছে আন্দরকিল্লার শাহি জামে মসজিদ মার্কেটে। অনুমোদন না পাওয়া পর্যন্ত বেকারি দুইটিকে কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM