দুদকের মামলায় ওসি প্রদীপ গ্রেপ্তার

0

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওসি প্রদীপের উপস্থিতিতে শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রাম আদালতের মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

এর আগে, এ মামলায় গ্রেপ্তার দেখাতে গত শনিবার সিনহা হত্যা মামলার অন্যতম আসামি প্রদীপকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে নেয়া হয়।

৩ কোটি ৯৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩শে আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন।  মামলায় অপর আসামি প্রদীপের স্ত্রী পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, গত ২০১৮ সালে প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে দুদক।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM