নগরের ফিশারিঘাটের মেরিনার্স সড়কের চিত্র এটি। কর্ণফুলী নদীর পাশ ঘেঁষে যাওয়া ব্যস্ততম এ সড়ক আলোকায়নে চট্টগ্রাম সিটি করপোরেশন ব্যবস্থা করেছে সোলার লাইটের। এতে রাতের বেলায় সূর্যের আলোর ছটায় আলোকিত হয় পুরো সড়ক। যানবাহন আর জনমানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। সড়কে নেমে আসে এক স্বপ্নিল আবেশ। অবসরে নদী তীরের পার্কে মানুষ বন্ধু-পরিজন নিয়ে আসে বিনোদনের নিমিত্তে। ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া। -