কোতোয়ালিতে ২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

0

নগরের কোতোয়ালিতে দুই হাজার পিস ইয়াবাসহ সেন্টু (৩৩) নামে কথিত এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম। সেন্টু (৩৩) মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মৃত শেখ মান্নানের ছেলে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে থানার কেসিদে রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানান অধিদপ্তরের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান।

তিনি জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী সার্কেল পরিদর্শক এএসএম মঈন উদ্দিনের নেতৃত্বে একটি টিম কেসিদে রোড এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করে। এ সময় আসামির প্যান্টের পকেটে তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে পাহাড়তলী সার্কেল পরিদর্শক এএসএম মঈন উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন— বলেন এ কর্মকর্তা।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM