নগরের ১০ স্থানে বিক্রি চলছে ৩০ টাকা কেজির পেঁয়াজ

0

নগরের ১০টি স্থানে বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে টিসিবির ১০টি ট্রাক নগরের ১০টি স্থানে পেঁয়াজ বিক্রি শুরু করে। স্থানগুলো হলো- বন্দর, কাস্টম মোড়, এনায়েত বাজার, জামালখানের চট্টগ্রাম প্রেস ক্লাব, অলংকার মোড়, দামপাড়া, বিডিআর হল, মুরাদপুর, কোতোয়ালী মোড় ও আগ্রাবাদ।

জানা গেছে, টিসিবির ট্রাকে পেঁয়াজের পাশাপাশি চিনি, মশুর ডাল ও তেল বিক্রি হচ্ছে। প্রতি কেজি চিনি ও মশুর ৫০ টাকা এবং তেল প্রতি লিটারের দাম ৮০ টাকা। একজন সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ নিতে পারবেন।

জয়নিউজ/হিমেল

আরও পড়ুন
লোড হচ্ছে...
×