৫ দাবিতে বন্ধ কনটেইনার পরিবহন

পাঁচ দফা দাবিতে চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি চলছে। এ কারণে চট্টগ্রাম বন্দরসহ নগরে সব ধরনের কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে।

- Advertisement -

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করে প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়ন।

- Advertisement -google news follower

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, শ্রম আইন অনুযায়ী সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, বিএসআরএম কর্তৃপক্ষের বেআইনিভাবে কর্তন করা টাকা ফেরত দেওয়া, কোনোপ্রকার নোটিশ ছাড়া কাজ থেকে বিরত রাখা বন্ধ করা এবং বিএসআরএম থেকে ছাঁটাই হওয়া ২৩ জন প্রাইম মুভার ট্রেইলার ড্রাইভারকে চাকরিতে পুনর্বহাল করা।

এদিকে প্রাইম মুভার চলাচল বন্ধ থাকায় সকাল থেকে আমদানি-রফতানি পণ্যবাহী কনটেইইনার পরিবহন হচ্ছে না। এতে একদিকে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্যের কনটেইনার ডেলিভারি যেমন বন্ধ হয়ে পড়েছে, তেমনি জাহাজিকরণের জন্য বন্দরে রফতানি পণ্যের কনটেইনারও অফডক থেকে বন্দরে পাঠানো যাচ্ছে না।

- Advertisement -islamibank

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM