হরিণের মাংসসহ পাচারকারী আটক

0

হরিণের মাংসসহ বাচ্চু হাওলাদার (৪০) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টটেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোংলার শেহলাবুনিয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেহলাবুনিয়ার রামপাল স্টোরের সামনে থেকে ১০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী বাচ্চু হাওলাদার আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগে হরিণের মাংস ছাড়াও মাথা এবং পা জব্দ করা হয়।

বাচ্চু মোংলা পৌর শহরের কুমারখালী এলাকার দেলোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিখালী গ্রামের মো. মজনু হাওলাদারের ছেলে।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM