মৃত্যুহীন দিনেও চট্টগ্রামে করোনার হাফসেঞ্চুরি

0

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ৫৩ জন। তবে এদিন করোনায় কেউ মৃত্যুবরণ করেনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের ৬টি ল্যাবে মোট ৯৯২টি নমুনা পরীক্ষা করা হয়।

এসব পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১জন, বিআইটিআইডিতে ১৬জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৬জন এবংচট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ২জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩জন করোনা পজেটিভ শনাক্ত হন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৩জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। তবে এদিন কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যাননি।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM