কুয়েত আমিরের মৃত্যর খবর অসত্য

0

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কুয়েতের আমিরের মৃত্যুর অসত্য বলে জানিয়েছে দেশটি। কুয়েত আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ স্বাভাবিক অবস্থায় আছেন এবং তিনি নিয়মতান্ত্রিক চিকিৎসা গ্রহণ করছেন।

কুয়েতের আমিরে দিওয়ানের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করে দেশটির বার্তা সংস্থা কেইউএসএ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এক বিবৃতিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রতিবাদে দিওয়ানে আমিরি শেখ আলি জারাহ সাবাহ একথা নিশ্চিত করেছেন যে জাতীয় নিরাপত্ত পরিষদের উপ-প্রধান শেখ মাশাল আল আহমাদ জাবির সাবাহের সঙ্গে দিওয়ানে আমিরের সার্বক্ষণিক যোগাযোগ আছে। কুয়েতের আমিরের সুস্থ থাকার বিষয়ে সবাইকে নিশ্চয়তা প্রদান করে শেখ মাশাল। আমিরেরর স্বাস্থ্য স্বাভাবিক ও নির্ধারিত চিকিৎসা গ্রহণ করছেন বলেও জানিয়েছেন মাশাল।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কুয়েতের আমিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ইসরায়েলের একজন সাংবাদিকও এ বিষয়ে টুইট বার্তা প্রকাশ করে।

প্রসঙ্গত, কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহ অস্ত্রোপাচারের পর এখন যুক্তরাষ্ট্রে চিকিৎসা গ্রহণ করছেন।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM