বঙ্গবন্ধুর কারাবন্দি জীবনের আলোকচিত্র

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাবন্দি জীবনের স্মৃতি নিয়ে দুর্লভ আলোকচিত্র সম্বলিত একটি পুস্তক প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষ সেবা বিভাগ এবং কারা অধিদফতর।

সোমবার (৩০ জুলাই) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুস্তিকাটির মোড়ক উন্মোচন করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, বৈঠকের শুরতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরক্ষা সেবা বিভাগের পৃষ্ঠপোষকতায় এবং কারা অধিদফতরের ব্যবস্থাপনায় ব্যাপক গবেষণার মাধ্যমে সংযোজিত দুর্লভ আলোকচিত্র এবং জাতির জনকের কারাবন্দি জীবনের অসংখ্য তথ্যসহ প্রকাশিত ‘৩০৫৩ দিন’ পুস্তিকাটির মোড়ক উন্মোচন করেছেন।

বঙ্গবন্ধুর কারাবন্দি জীবনের বিষয়বস্তু নিয়ে পুস্তিকাটি খুবই সংক্ষিপ্ত এবং সুন্দর বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জিয়াউল আলম।

বিপি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM