ওসি প্রদীপের বিরুদ্ধে এবার সাংবাদিকের মামলা

0

বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে এবার মামলা করেছেন সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। সদ্য কারামুক্ত এ সাংবাদিক মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ তামান্না ফারাহর আদালতে অভিযোগ দাখিল করেন।

আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশান অব ব্যুরোকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন।

পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে চাঁদাবাজি, অস্ত্র, মাদকসহ নানা অভিযোগে সাংবাদিক ফরিদুল মোস্তফার বিরুদ্ধে একে একে ছয়টি মামলা করা হয়। এসব মামলায় ১১ মাস ৫ দিন পর গত ২৭ আগস্ট তিনি কারামুক্ত হন। তখন থেকে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ফরিদুল মোস্তফা খান জনতার বাণী ডটকম এবং দৈনিক কক্সবাজার বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি টেকনাফ হোয়াইক্যং সাতঘরিয়াপাড়ার মরহুম ডা. মো. ইছহাক খানের ছেলে।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM