নগরে রাতের আগুনে পুড়ে গেছে দোকান, বসতঘর

0

নগরে আগুনে পুড়ে গেছে চারটি কাঁচা দোকান ও দুটি কাঁচা বসতঘর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে ইপিজেড থানাধীন ২ নম্বর মাইলের মাথা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে রাতে আগুন ধরে যায়। এতে নতুন মসজিদ এলাকার চারটি দোকান এবং সবুর কলোনির দুটি বাসার সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ভয়াবহতার কারণে দোকান কিংবা ঘরগুলো থেকে কোনো কিছুই বের করা সম্ভব হয়নি।

এদিকে খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতি ছয় লাখ টাকা হবে বলে ফায়ার সার্ভিস ধারনা করছে।

জয়নিউজ/হিমেল

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM