নানার বাড়ি থেকে ফেরা হলো না শিশু ইয়ামিনের

0

হাটহাজারীতে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মারা গেছে মো. ইয়ামিন (৯) নামে এক শিশু।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের জসিম তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিশু ইয়ামিন সমবয়সী শিশুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে যায়। তবে অন্য শিশুরা তা বুঝতে পারেনি। পরে খবর পেয়ে তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। এরপর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু ইয়ামিন পার্শ্ববর্তী ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়ামুখ লোদি তালুকদার বাড়ির প্রবাসী হোসেনের ছেলে।

জয়নিউজ/তালেব

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM