বিস্ফোরণে ক্ষত-বিক্ষত মসজিদে অক্ষত কোরআন শরিফ!

ব্যাপারটা অবিশ্বাস্যই মনে হবে, তবে এটাই বাস্তব। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের সবকিছু ক্ষত-বিক্ষত হয়ে গেলেও অক্ষত রয়ে গেছে পবিত্র আল কোরআন! পুরো মসজিদের দেয়াল থেকে শুরু করে কাঁচ, টাইলস, ফ্যানস ভেঙে গেলেও মসজিদের কোরআন শরিফ যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে!

- Advertisement -

শনিবার (০৫ সেপ্টেম্বর) স্থানীয় কাউন্সিলর জমশের আলী ঝন্টু জানান, জায়নামাজ, তসবিস, থাই গ্লাস, টাইলস ফেটে ভেঙে টুকরো টুকরো হলেও অক্ষত রয়েছে কোরআন শরিফ ও হাদিস শরিফ। অথচ পুড়ে গেছে জায়নামাজ ও প্লাস্টিকের চেয়ার। বিস্ফোরণে বাঁকা হয়ে গেছে ফ্যানগুলো। তবে কোরআন শরিফ ও হাদিস শরিফগুলো যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে।

- Advertisement -google news follower

প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের তল্লা সবুজবাগ জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM